কুড়িগ্রামে জেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে দুর্যোগকালীল সময়ে জেন্ডার সংবেদনশীল রিপোর্টিং বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও আর্টিকেল-১৯, ও ফ্রি প্রেস আনলিমিটেড এর অর্থায়নে এনজিও সংস্থা লাইট হাউজের বাস্তবায়নে বুধবার (১৪ মে) দুপুরে কুড়িগ্রাম জেলা শহরের টেরেডেস্ হোমস সভা কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। লাইট হাউস আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন- এনজিওটির প্রধান নির্বাহী মোঃ হারুন-অর-রশিদ। আয়োজিত এ কর্মশালায় প্রকল্পের সংক্ষিপ্তসার দেন, প্রকল্প সমন্বয়কারী জাহাঙ্গীর আলম।
কর্মশালায় বক্তব্য রাখেন- লাইট হাউজের প্রধান নির্বাহী মোঃ হারুন-অর-রশিদ, দৈনিক আজকালের খবর পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ তালুকদার, জেন্ডার সম্মতি উপদেষ্টা ওয়াহিদা ইয়াসমিন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যোগাযোগ ও গণমাধ্যম বিশেষজ্ঞ সাঈদ আশরাফুল ইসলাম সহ আইসিটি প্রকল্প ব্যবস্থাপক মনিরুল ইসলাম।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণের উদ্দেশ্য, দুর্যোগের সময় রিপোর্ট করার সময় যে-সব বিষয় বিবেচনা করা প্রয়োজন, জেন্ডার সমতা এবং সামাজিক অন্তর্ভুক্তি, জেন্ডার সংবেদনশীল প্রতিবেদন ও জেন্ডার-সংবেদনশীল দুর্যোগ প্রতিবেদনে সাংবাদিক এবং সিএসও-এর ভূমিকা সহ জেন্ডার-সংবেদনশীল প্রতিবেদনের জন্য অ্যাপ/ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করেন বক্তারা। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৪৫ জন সংবাদকর্মী অংশ নেন।
Source: https://www.dailyniropekkho.com/countryroaming/13801